• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ১২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২১, ১২:৫৪ পিএম

দাবদাহ থাকবে আরও দু-তিন দিন

দাবদাহ থাকবে আরও দু-তিন দিন

তীব্র দাবদাহ চলছে সারা দেশে। গরমে নাকাল দেশের মানুষ। তবে এখনই কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। এই দাবদাহ আরও দুই তিন দিন থাকবে বলে জানিয়েছে তারা। 

গতকাল (২৫ এপ্রিল) সাত বছরের মধ্যে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোরে এদিন তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চল্লিশোর্ধ তাপমাত্রা ছিল খুলনা (৪০ দশমিক ২) ও রাজশাহীতেও (৪০ দশমিক ৩) রাজধানীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শিগগিরই বৃষ্টির সম্ভাবনা নেই। আরও দুই তিন দিন গরমের এই তীব্রতা থাকবে। সপ্তাহের শেষের দিকে রোদের তেজ কিছুটা কমতে পারে। এ সময় আকাশে মেঘ জমতে পারে।