• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২১, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২১, ০৩:৩৮ পিএম

গাছ কাটার প্রতিবাদের ছাত্রফ্রন্টের মানববন্ধন

গাছ কাটার প্রতিবাদের ছাত্রফ্রন্টের মানববন্ধন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্টুরেন্ট বানানোর প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

শনিবার (৮ এপ্রিল) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, ঢাকা মহানগরের সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন, এ উন্নয়ন একটা আতংকের নাম হয়ে গেছে। উন্নয়নের নামে সুন্দরবন ধ্বংস হচ্ছে, রূপপুর ধ্বংস করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। কোনো উন্নয়ন ধ্বংস ছাড়া হচ্ছে না। 

বক্তারা আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি ঐতিহ্যবাহী উদ্যান। সেই উদ্যান ধ্বংস করে রেস্টুরেন্ট নির্মাণ করা হচ্ছে। আমরা এ মানববন্ধনের মধ্য দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের যে ঐতিহ্য সেটা রক্ষা করতে হবে। এটা উদ্যান হিসেবেই কাজে লাগাতে হবে। গাছ প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটা রক্ষা করতে হবে।