• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৮:০৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৮:০৫ এএম

লক্ষ্মীপুরে মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

লক্ষ্মীপুরে মুখোশধারীদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

লক্ষ্মীপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খোরশেদ আলম মিরন ওরফে ছান্দি মিরন (৩৭) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিলন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক। তিনি ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মিরন একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশধারী ৪ জন সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে মিরন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে মিলনকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের চিহিৃত করে গ্রেপ্তার করা হবে।  জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পৌঁছে মিরনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএসটি
 

আরও পড়ুন