• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২০, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২০, ০২:৫০ পিএম

আবহাওয়া

সমুদ্র বন্দরে ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত

সমুদ্র বন্দরে ৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত

ঘূর্ণিঝড় আম্ফান উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনিভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ঘূণিঝড়টি। কেন্দ্রে ৫৫ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

উপকূলের দিকে এগিয়ে আসার সাথে এর গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বন্দরগুলোর সতর্ক সংকেতও পরিবর্তন করা হবে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত দুই দিনে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। কোথাও কোথাও বৃষ্টি হলেও কমছে না গরমের তীব্রতা। শনিবার (১৬ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এসএমএম

আরও পড়ুন