• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ০১:২৮ পিএম

ভূমধ্যসাগর থেকে ১৭১ বাংলাদেশিসহ দুইশ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১৭১ বাংলাদেশিসহ  দুইশ অভিবাসী উদ্ধার

অবৈধভাবে সমুদ্র পথে নৌকায় চেপে ইউরোপ যাওয়ার সময় উত্তর আফ্রিকার দেশ লিবিয়া উপকূল থেকে অন্তত দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১৭১ জন বাংলাদেশি নাগরিক। 

শনিবার (২ নভেম্বর) লিবিয়ান কোস্টগার্ডের বরাতে মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানায়, উদ্ধারকৃত এসব অভিবাসীদের এরই মধ্যে রাজধানী ত্রিপলির উপশহর জানজুর এবং আবু সেলিম ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী গণমাধ্যমকে জানান, গত ৩০ অক্টোবর তাদের ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দূতাবাস থেকে লিবিয়ার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। যার প্রেক্ষিতে ডিটেনশন সেন্টার দুটি পরিদর্শন এবং উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণের অনুমতি নেওয়া হয়।

তিনি আরও জানান, পরদিন ৩১ অক্টোবর দূতাবাসের পক্ষ থেকে জানজুর ডিটেনশন সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় সেখানে মোট ৪৩ জন বাংলাদেশি নাগরিককে পাওয়া যায়। পরবর্তীকালে সেন্টারগুলোতে আটক সকল বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

আরও পড়ুন