• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০১৯, ০৭:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০১৯, ০৭:৫৫ পিএম

সুষ্ঠুভাবে হজ পরিচালনার সুপারিশ

সুষ্ঠুভাবে হজ পরিচালনার সুপারিশ

চলতি বছরের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে খুতবা প্রদানের আগে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ভয়াবহ পরিণতি এবং জঙ্গীবাদ সম্পর্কে সকলকে সচেতন করার সুপারিশও করা হয়। 

সোমবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, মোসাম্মৎ তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশ নেন।

বৈঠকে হাজি ক্যাম্পের আসনহ অন্যান্য সমস্যা, ফ্লাইট সিডিউল সঠিক সময়ে না হওয়া এবং সৌদি আরবে যাওয়ার পর বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিত করে সব সমস্যা নিরসনপূর্বক হাজিদের সঠিক সেবা প্রদান নিশ্চিতকরণে স্থায়ী কমিটি ও মন্ত্রণালয় একযোগে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। 

এইচএস/এসএমএম