• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০৪:০৬ পিএম

৯ দিনে মক্কা পৌঁছেছেন ৩৯,৮১২ হজযাত্রী

৯ দিনে মক্কা পৌঁছেছেন ৩৯,৮১২ হজযাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন-ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশে ৯ দিনে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ৩৯ হাজার ৮১২ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ১৮৭ জন। সৌদি এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে পৌঁছেছেন ১৯ হাজার ৬২৫ জন।

সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৩০৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬ হাজার ৭৬৩ জনের ভিসা সম্পন্ন হয়েছে। এখনও ভিসা হয়নি ৫৩ হাজার ৪৩৭ জনের।

চলতি মৌসুমে পবিত্র হজ পালনের উদ্দেশে ফ্লাইট শুরু হয় ৪ জুলাই (বৃহস্পতিবার)। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লির হজ পালনের কথা থাকলেও নিবন্ধিত তালিকা অনুযায়ী কমেছে ৬৯০ জন।

এবার মোট হজ পালন করবেন ১ লাখ ২৬ হাজার ৫০৮ জন। 

ধর্ম মন্ত্রণালয়, হজ ক্যাম্প ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স শুক্রবার (১২ জুলাই) রাত পর্যন্ত ৫৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এতে সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ১৮৭ জন মুসল্লি। একই সময়ে সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৪টি ফ্লাইট। এসব ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১৯ হাজার ৬২৬ জন হজযাত্রী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে ৩৯ হাজার ৮১২ জন হজযাত্রী মক্কা পৌঁছেছেন।

এমএএম/এসএমএম

আরও পড়ুন