• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০২:৪০ পিএম

কাল জোহর থেকে মসজিদে নামাজ পড়া যাবে

কাল জোহর থেকে মসজিদে নামাজ পড়া যাবে
ফাইল ছবি

সামাজিক দূরত্ব মেনে (৭ মে) বৃহস্পতিবার থেকে দেশের সব মসজিদে তারাবিসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে। উন্মুক্ত করে দেয়া হবে সব মসজিদ। জোহর থেকে নামাজ পড়া যাবে।

বুধবার (৬ মে) বিবিসি বাংলা এ তথ্য জানান  ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। যে কোনও সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা নিদের্শনা জারি করবে ধর্ম মন্ত্রণালয়।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে ৬ এপ্রিল (সোমবার) সীমিত করা হয় মসজিদে উপস্থিতি। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া বাইরের মুসল্লিরা কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।

জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করার অনুরোধ জানানো হয়। মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব ইমাম মুয়াজ্জেম ও খাদমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন ও জুমা নামাজ অনধিক ১০ জন শরিক হতে পারবেন

এসএমএম

আরও পড়ুন