• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৯:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৯:০৩ পিএম

ফ্রেঞ্চ ওপেন

৪ বছর পর কোর্টে ফিরে ঝড় তুললেন ফেদেরার 

৪ বছর পর কোর্টে ফিরে ঝড় তুললেন ফেদেরার 
ম্যাচ জেতার পথে ফেদেরারের আরও একটি দৃষ্টিনন্দন শট - ছবি : টুইটার

ফ্রেঞ্চ ওপেনের প্রত্যাবর্তনটা দারুণ হলো সুইস কিংবদন্তি রজার ফেদেরারের। চার বছর পর রোলাঁ গাঁলোতে ফিরেই জয় তুলে নিয়েছেন তিনি। কোর্ট ফিলিপে-চাট্রিয়ারে সরাসরি সেটে ফেদেরার হারিয়েছেন ইতালির লরেঞ্জো সোনেগোকে। 

আজ রোববার (২৬ মে) ৬৬তম বাছাই লরেঞ্জোর বিপক্ষে বেশ প্রত্যাশা নিয়েই মাঠে নামেন ২০০৯ রোলাঁ গাঁলো চ্যাম্পিয়ন ফেদেরার। সেই প্রত্যাশা পূরণও হয় এই গ্রেটের। ফেদেরার ম্যাচের প্রথম সেট ৬-২ গেমে জিতে নেয়ার পর বাকি দুই সেট জিতে নেন ৬-৪, ৬-৪ গেমে। ফলে লাল দুর্গে দীর্ঘসময় পর পা দিয়েই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব নিশ্চিত হয় বিশ্বের শীর্ষ তিন বাছাই ফেদেরারের। 

ম্যাচ জয়ের পর সমর্থন দেয়ার জন্য দর্শকদের অভিবাদন জানাচ্ছেন ফেদেরার - ছবি : টুইটার

জয়ের পর ম্যাচ দেখতে আসা বিপুল দর্শকদের উদ্দেশ্য করে ফেদেরার বলেন, ‘আমি ফ্রেঞ্চ সমর্থকদের অভাব খুব করে অনুভব করছিলাম। আজকের উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। এই কোর্টে খেলতে পারা আমার জন্য অনেক বড় বিষয়। আশা করি, পরের ম্যাচেও এই কোর্টে আমি এভাবেই খেলতে পারবো।’

এসএইচএস