• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৪:২৯ পিএম

ইউনিভার্সাল বসকে পেছনে ফেললেন হিটম্যান 

ইউনিভার্সাল বসকে পেছনে ফেললেন হিটম্যান 
ক্রিস গেইল ও রোহিত শর্মা - ছবি : ইন্টারনেট

গতকাল (রোববার) ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দরকার ছিল দুটি ছয়। তবেই স্বঘোষিত ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইলকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক বনে যেতেন তিনি। 

খেলা শেষে সেই হিসেব মিলিয়ে দিয়েছেন রোহিত। ভেঙে ফেলেছেন গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ৫১ বলে ৬৭ রানের ইনিংস খেলার পথে মোট ৩টি ছয় মারেন রোহিত। ফলে গেইলের ১০৫টি ছয়ের রেকর্ডকে পেছনে ফেলে ১০৭ ছয় নিয়ে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ছয় হাঁকানোর রেকর্ড রোহিতের দখলে।  

২০১৯ বিশ্বকাপে ভারতের সেরা পারফর্মার ছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও তিনি ছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। রেকর্ড পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন তিনি।  

এসএইচএস 

আরও পড়ুন