• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ১১:০২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ১১:০২ এএম

ইমরুল-সাদমানকে হারিয়ে চাপে বাংলাদেশ

ইমরুল-সাদমানকে হারিয়ে চাপে বাংলাদেশ
সাদমান ইসলামের উইকেট তুলে নিয়ে উল্লাসে ফেটে পড়েন ইশান্ত শর্মা। ফটো : টুইটার

ইন্দোরে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট নেমে শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং সাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ দুল। এই ম্যাচের মধ্য দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা আরম্ভকালেই চাপে পড়লো টাইগাররা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় হলকার স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৯ রান। 

বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলটি উমেশ যাদব লেন্থ ডেলিভারি দিয়েছিলেন। লাফিয়ে ওঠা বলটি ইমরুল খোঁচা মেরে নিজের বিপদ ডেকে আনেন। বল সরাসরি তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা আজিঙ্কা রাহানের হাতে চলে গেলে ইমরুল মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

ইশান্ত শর্মার করা পরের ওভারে ইমরুলের সমান ৬ রান করে সাদমান আলগা ড্রাইভ করেন। বল ব্যাটে লেগে সরাসরি ঋদ্ধিমান সাহার গ্লাভসে চলে গেলে সাদমানও ফিরে যান। 

বাংলাদেশের একাদশ : সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন। 

ভারতীয় একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।  

আরআইএস