• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৯:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২০, ০৯:৪৫ পিএম

র‍্যালি সর্বস্ব বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণা 

র‍্যালি সর্বস্ব বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণা 
বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে একটি র‌্যালি বের করেছিল বাফুফে। ফটো : সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তেমন কোনো আয়োজন লক্ষ্য করা যাচ্ছে না। রাজধানীর কোথাও বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রচারণাও হয়নি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাফুফে ভবন থেকে একটি র‌্যালি বের করেছিল বাফুফে। যা শেষ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে। ছোট্ট এই র‌্যালি দিয়েই বাফুফে যেন শেষ করেছে জাতির পিতার নামের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রচার-প্রচারণা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় নীরব পরিবেশ দেখে হতাশ হয়েছেন। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেন, রাতের মধ্যে বাকি সব হয়ে যাবে। বাফুফে ভবন সাজানো হবে। বিলবোর্ড লেগে যাবে। সকালেই দেখতে পাবেন সবকিছু হয়ে গেছে।

তিনি বলেন, টুর্নামেন্ট উপলক্ষ্যে বাফুফে যে ৮টি উপ-কমিটি গঠন করেছে তার মধ্যে নেই প্রচার-প্রচারণা কমিটি। ‘আমরা আগেও প্রচার-প্রচারণা কমিটি করিনি। এ কাজগুলো করে থাকে স্পন্সর প্রতিষ্ঠান। তাদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। রাতের মধ্যে সব করে দেবে।

আরআইএস