• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৬:২৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৬:২৯ পিএম

সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, লক্ষ্য বড় লিডের

সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, লক্ষ্য বড় লিডের

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দাপুটে বোলিংয়ের পর এবার নিয়ন্ত্রণও হাতছাড়া করেনি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২৬৫ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৪০ রান। মুমিনুল ও মুশফিকের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিনের প্রত্যাশা এখন বড় লিডের।

তামিম ও সাইফের উদ্বোধনী জুটিতে এসেছে ১৮ রান। ইনিংসের চতুর্থ ওভারে সাইফের উইকেট তুলে নেন নাউচি। ৪১ করে তিরিপান্নোর বলে ফেরেন তামিম।

অধিনায়ক মুমিনুলকে সাথে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন শান্ত। তবে ৭১ রান করে শুমার বলে ক্যাচ দেন শান্ত।

অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন মুমিনুল হক। দিন শেষে ৭৯ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটসম্যান। মুশফিকের সংগ্রহ ৩২ রান।

এর আগে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। রাহী ও তাইজুলের দারুণ বোলিংয়ে ৩৭ রান যোগ করেই গুটিয়ে যায় সফরকারী ইনিংস। চারটি করে উইকেট নেন নাঈম ও রাহি। তাইজুলের শিকার ২ উইকেট।

এসএমএম