• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ১০:২৩ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ১১:২২ এএম

সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ

তামিম ইকবালের নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞতায় তুলনামূলক নবীন দল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বোলারদের সামনে থিতু হতে পারেনি পুরো ব্যাটিং ইনিংসেই। আজ সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে তাদের। এদিকে বাংলাদেশ চাইবে আজই সিরিজ জয় নিশ্চিত করতে।

শুক্রবার বাংলাদেশ সময় সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ক্যারিবীয়রা। 
প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন তামিম। দুর্দান্ত বোলিং করে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার ও স্পিনাররা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব আল হাসান নিয়েছেন চার উইকেট, দিয়েছেন মাত্র আট রান। 

এদিকে অভিষেকেই বল হাতে কারিশমা দেখিয়েছেন নবীন পেসার হাসান মাহমুদ। সম্ভাবনা তৈরি করলেও পাননি অভিষেকে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। তবে পেয়েছেন তিনটি উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান টাইগারদের স্বস্তি দিয়ে বৈচিত্র্য এনেছেন বোলিংয়ে, নিয়েছেন দুটি উইকেট। 

মাত্র ১২৩ রানের টার্গেটে নেমে ব্যাট হাতে দলকে নিরাপদেই লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন লিটন দাস ও তামিম। তিন নম্বরে ব্যাট করতে নামার সিদ্ধান্তে বেশ আলোচিত হয়েছিলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে নয় বলে মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরলে হতাশ হন ভক্তরা। অবশ্য কিছুটা ধীরগতিতে খেললেও ৩৩.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। 

আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে ক্যারিবীয়রা। অন্যদিকে নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করার দিকেই নজর থাকবে বাংলাদেশের।