• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ০২:৪২ পিএম

ইংলিশ পেসারে ধুঁকছে ভারত 

ইংলিশ পেসারে ধুঁকছে ভারত 

প্রথম দিনশেষে ইংলিশদের সবগুলো উইকেট নেয়ার পর ওপেনার শুভমন গিলকে হারিয়েছিলো ভারত। তবে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে যেন আগুন ঝরাচ্ছেন ইংলিশ পেসাররা। তাতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে স্বাগতিক ভারত। 

প্রতিরোধ বলতে শুধু কিছুটা সময় ইংলিশদের আটকে রেখেছিলেন রোহিত শর্মা। ১৪৪ বল খেলে ৪৯ রানে আউট হয়েছেন এই ওপেনার। অন্যদিকে আট বল খেলে রানশূণ্য অবস্থায় মাঠ ছেড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। দুজনকেই ফিরিয়েছেন পেসার বেন স্টোকস। অন্যদিকে জেমস অ্যান্ডারসন ফিরিয়েছেন ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা অজিঙ্কা রাহানেকে। স্পিনারদের মধ্যে আপাতত একমাত্র সফল জ্যাক লীচ, ফিরিয়েছেন চেতেশ্বর পূজারাকে। রিশাভ পান্থকে সঙ্গ দেয়া রবিচন্দন অশ্বিনকেও ফিরিয়েছেন তিনি। 

উইকেট বোলারদের সাপোর্ট দিচ্ছিলো তা বেশ স্পষ্ট। সেটির প্রমাণ- পাঁচ উইকেটের তিনজন লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন, একজন ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষকের হাতে। ছোট ছোট জুটি গড়ে এগিয়ে যাচ্ছে ভারত। এখন দলের হয়ে লড়াই করছেন পান্থ এবং বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।  

এই প্রতিবেদন লেখার সময় দেড়শ পেরোনোর আগেই ছয় উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতভাবে খেলতে হলে কোহলিদের সামনে এই টেস্ট জয় ছাড়া বিকল্প নেই। তবে উইকেটের যেমন অবস্থা, তাতে ব্যাটসম্যানরা যত দ্রুত রান করতে পারবে তত নিরাপদে থাকবে দল- এমন চিন্তা করেই এগোচ্ছে ভারত।