• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০২১, ০৪:৪৩ পিএম

সুপার লিগ পর্যায়ে ম্যাচের সম্প্রচার টিভিতে 

সুপার লিগ পর্যায়ে ম্যাচের সম্প্রচার টিভিতে 

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো নিয়ে আগেই প্রশ্ন উঠেছিলো। ফিক্সিং কিংবা আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগের সাথে যোগ হয়েছিলো বিভিন্ন দলের অদ্ভূতুড়ে সব স্কোরকার্ড। সর্বশেষ আলোচনায় এসেছিলো আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে সাকিব আল হাসানের লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেয়ার মাধ্যমে। তবে এবার টেলিভিশনে সুপার লিগ পর্যায়ের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। 

আর মাত্র দুই রাউন্ড খেলেই দলগুলো শেষ করবে লিগ পর্ব। সেরা ছয় দল এরপর সুপার লিগের মতো খেলবে। লিগ পর্বের ম্যাচগুলো ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচার হলেও শেষ পর্যন্ত সুপার লিগ টেলিভিশনে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সভাপতি কাজী ইনাম আহমেদ। গাজী টিভি এবং টি-স্পোর্টসে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। 

আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত মোট ১৫টি ম্যাচ আয়োজন করা হবে লিগ পর্ব শেষে সেরা ছয় দল নিয়ে। একই দিনে তিনটি করে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।