• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০৬:১১ পিএম

টি-টোয়েন্টিতে নেই শাহজাদ, টেস্ট দলে মুজীব  

টি-টোয়েন্টিতে নেই শাহজাদ, টেস্ট দলে মুজীব  
ফাইল ফটো

 

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ১ টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। তিন ফরম্যাটের জন্যই ভিন্ন ভিন্ন দল দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। দলে উল্লেখযোগ্য পরিবর্তন, বাজে ফর্মের কারণে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে পড়তে হয়েছে মুজীব উর রহমানকে। অন্যদিকে, টি-টোয়েন্টি স্পেশালিষ্ট হয়েও টি-২০ দলে নেই মোহাম্মদ শাহজাদ।   

২১ ফেব্রুয়ারি দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে আফগানিস্তান। এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ওয়াকার সালামখীল ও ইকরাম আলী খিলের।   

 

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের জন্য ঘোষিত আফগান দল 
 

টি-টোয়েন্টি: আসগর আফগান (অধিনায়ক), উসমান গনি, নাজীব তারাকাই, হযরতউল্লাহ যাযাই, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, শফিকুল্লাহ শাফাক, রশিদ খান, নাজিবুল্লাহ যাদরান, করিম জানাত, ফরিদ মালিক, সায়েদ শিরযাদ, জিয়া-উর-রেহমান, মুজীব উর রহমান, জহির খান, শারাফুদ্দিন আশরাফ। 

ওয়ানডে: আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নুর আলী যাদরান, জাভেদ আহমাদী, হযরতউল্লাহ যাযাই, রহমত শাহ, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ যাদরান, ইকরাম আলী খিল, হাশমতউল্লাহ শাহিদি, রশিদ খান, করিম জানাত, গুলবাদিন নায়িব, আফতাব আলম, দৌলত, জহির খান, ফরিদ মালিক, মুজীব উর রহমান, শাপুর যাদরান, সায়েদ শিরযাদ। 

টেস্ট: আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসান জানাত, জাভেদ আহমাদী, রহমত শাহ, নাসির জামাল, হাশমতউল্লাহ শাহিদি, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবি, রশিদ খান, ওয়াফাদার মোমান্দ, ইয়ামিন আহমাদযাই, শরফুদ্দিন আশরাফ, ওয়াকার সালামখীল। 


এসএইচএস