• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০১:০১ পিএম

সিঙ্গাপুরে মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার সম্পন্ন 

সিঙ্গাপুরে মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার সম্পন্ন 
অস্ত্রোপচারের পর মোশাররফ রুবেল। ছবি- ইন্টারনেট

 

ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় অস্ত্রোপচার শুরু হয় রুবেলের। পুরো অস্ত্রোপচার শেষ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগেছে। অস্ত্রোপচারের পর ইতোমধ্যেই জ্ঞান ফিরেছ পেয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। 

রুবেলের সফল অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী চৈতি। তিনি বলেন, 'অপারেশন সাকসেসফুল। হাত-পা নাড়াচ্ছেন রুবেল। টুকটাক কথাও বলেছেন।' 


সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছে রুবেলের পরিবার। হাসপাতালের ছাড়পত্র পেলেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

সম্প্রতি ব্রেন টিউমার ধরা পড়লে ক্রিকেটার মোশাররফ রুবেলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলের সফল অস্ত্রোপচারের খবরটি করেছেন সিনিয়র সাংবাদিক ও মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ বন্ধু জাহিদ চৌধুরীও। তিনি জানান, ইতোমধ্যে কথা বলতে শুরু করেছেন রুবেল।

এসএইচএস