• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৩:৪৫ পিএম

রুয়েটে রূপালী ব্যাংকে ডাকাতি

প্রহরী শঙ্কামুক্ত হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি

প্রহরী শঙ্কামুক্ত হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি
ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রূপালী ব্যাংক শাখায় ডাকাতির এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তিকে ধরতে পুলিশ, গোয়েন্দা ও র‌্যাবের একাধিক টিম তৎপর রয়েছে।

এদিকে আহত ব্যাংকের প্রহরী লিটন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। রুয়েট রূপালী ব্যাংক শাখার ম্যানেজার সোয়াইবুর রহমান বলেন, ‘আমরা প্রতিদিনই লিটনের খোঁজখবর রাখছি। সে এখন মোটামুটি সুস্থ এবং শঙ্কামুক্ত আছে।’

মামলার বিষয়ে মতিহার থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ‘রূপালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনায় আমরা ঘটনাস্থল ও সিসিটিভির পাওয়া ফুটেজ পর্যবেক্ষণ করি। সেখানে দেখা গেছে, এক যুবক মুখে মাস্ক পরা অবস্থায় রাত ১২টা ৩ মিনিটে ব্যাংকে প্রবেশ করে। এরপর দুই দফায় প্রহরীর কক্ষে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে ব্যাংকের ভল্টের দেয়াল ভাঙার চেষ্টা ব্যর্থ হলে চলে যায়।’

পরে ১৩ জুলাই বিকেলে ব্যাংকের শাখা ম্যানেজার সোয়াইবুর রহমান বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা করেন। এর পরই ওই যুবককে ধরতে পুলিশ, গোয়েন্দা ও র‌্যাবের একাধিক টিম তৎপর রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ জুলাই দিবাগত রাত ১২টার দিকে ব্যাংকের গেটের তালা কেটে এক ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর রড কাটার মেশিন দিয়ে ভল্টের দরজা কাটতে ব্যর্থ হলে ফটকের পাশের দেয়াল ভাঙতে শুরু করে। অর্ধদেয়াল কর্তনের পর ব্যর্থ হলে ব্যাংক থেকে সটকে পড়ে ওই ডাকাত।

এনআই

আরও পড়ুন