• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৬:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৬:২৮ পিএম

সালিসে দোররা মারা হলো প্রেমিক-প্রেমিকাকে

সালিসে দোররা মারা হলো প্রেমিক-প্রেমিকাকে

প্রেম করার অপরাধে সালিস বসিয়ে দোররা মেরে বিচার করলেন মসজিদের ইমামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সালিসে দোররা মারার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে নড়াইলের কালিয়া উপজেলার চানপুর গ্রামের মধ্যপাড়ায়।

বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার চানপুর গ্রামের কলেজপড়ুয়া দুটি ছেলেমেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসের আয়োজন করেন পুরুলিয়া ইউনিয়নের সদস্য জামাল মোল্যা।

মঙ্গলবার রাতে জামাল মোল্যা, নজরুল মোল্যা, চানপুর মসজিদের ইমাম ইমদাদ মোল্যা, বিল্লাল হুজুর, মিঠু মোল্যাসহ আরো  কয়েকজন ছেলে ও মেয়ের বাবাসহ মাহাবুর মোল্যার বাড়িতে সালিসের আয়োজন করা হয়। সেখানে সালিসে উভয়কে দোষী সাব্যস্ত করে ১০টি দোররা মারার সিদ্ধান্ত হয়। এ সময় মিঠু মোল্যা মেয়েটিকে ১০ দোররা এবং ইমাম ইমদাদ মোল্যা ছেলেকে ১০ দোররা মেরে আহত করেন।

সালিস সম্পর্কে ৯ নং ওয়ার্ড ইউপির সদস্য জামাল মোল্যা বলেন, ‘এলাকার লোকেরা সালিস মীমাংসার জন্য আমাকে ডেকেছিল, ইসলামিক আইন অনুযায়ী যে শাস্তির বিধান আছে, তা-ই দেয়া হয়েছে।’

অভিযুক্ত মিঠু মোল্যা বলেন, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটা সমাধানের জন্য দোররা মারার সিদ্ধান্ত নেন, তাই আমি কঞ্চি দিয়ে ১০টি বাড়ি মেরেছি।’

মসজিদের ইমাম ইমদাদ মোল্যা বলেন, ‘ছেলে-মেয়ে উভয়ে দোষ স্বীকার করার পরে রকিব হুজুর, বিল্লাল হুজুর শরিয়া অনুযায়ী রায় দিলেন ৯ থেকে ১৩ দোররা মারা যাবে। পরে ওনারা ১০ দোররার সিদ্ধান্ত দিলেন। আমরা সেটা কার্যকর করেছি।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এমন কোনো সংবাদ আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনআই

আরও পড়ুন