• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৭:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০১৯, ০৭:৫৯ পিএম

সীমান্ত পেরিয়ে মিয়ানমারের হাতি বাংলাদেশে

সীমান্ত পেরিয়ে মিয়ানমারের হাতি বাংলাদেশে
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা বন্য হাতি  -  ছবি : জাগরণ

সীমান্ত পেরিয়ে মিয়ানমারের একটি বন্য হাতি বাংলাদেশের অভ্যন্তরে এসে আশ্রয় নিয়েছে। শনিবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে উভয় দেশের ঘুমধুম মৈত্রী সেতু দিয়ে হাতিটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। বিজিবি, বিজিপি ও স্থানীয় লোকজন শনিবার সারা দিন চেষ্টা করেও ঐরাবতীকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদুল করিম জানান, শনিবার সকালে উভয় দেশের সীমান্তের ঘুমধুম মৈত্রী হয়ে একটি বড় বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করে। মৈত্রী সেতুর উভয় দিকে লোহার তালাবদ্ধ গেট রয়েছে। হাতটি শুঁড় ও কপাল দিয়ে ধাক্কা মেরে তালা ভেঙে গেট খুলে এপারে চলে আসে বলে তিনি জানান।

উভয় দেশের সীমান্তরক্ষী বিজিবি, বিজিপিসহ স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও হাতিটিকে মিয়ানমারে ফেরত পাঠাতে পারেননি। তবে হাতিটি মৈত্রী সেতু থেকে প্রায় ৬০-৭০ গজ পূর্বে মিয়ানমারের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে বলে ঘুমধুম বিজিবি বিওপি কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান। হয়তো রাতের কোনো সময় সেটি ফিরে যেতে পারে, তাই মৈত্রী সেতুর গেট খুলে রাখা আছে।

এনআই

আরও পড়ুন