• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৬:০৭ পিএম

সাভারে বাস উল্টে খাদে, আহত ৩০

সাভারে বাস উল্টে খাদে, আহত ৩০
সাভারের আমিনবাজার এলাকায় খাদে পড়ে যাওয়া বাস  -  ছবি : জাগরণ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে অন্তত ৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকার চানপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় এসবিলিং নামের গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম দৈনিক জাগরণকে জানান, বাসটি গাবতলী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে বাসের ৩০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এনআই

আরও পড়ুন