• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ১২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ১২:১৩ পিএম

শখের মোটরসাইকেল কেড়ে নিল কলেজ ছাত্রের প্রাণ

শখের মোটরসাইকেল কেড়ে নিল কলেজ ছাত্রের প্রাণ

লক্ষ্মীপুরে অদক্ষ গাড়ি চালক ছেলের হাতে নতুন মোটরসাইকেল তুলে দেয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকালে পৌর শহরের জেবি রোডে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রবাসী ফেরত বাবার কাছে কলেজে পড়ুয়া ছেলে ইব্রাহীম মোটর সাইকেলের আবদার করেন। ঠিকমত গাড়ি চালাতে না পারলেও ছেলের আবদার রক্ষায় শনিবার বিকালে তাকে কিনে দেয়া হয় একটি নতুন মোটরসাইকেল। এবং আজ রোববার সকালে গাড়িটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহীম। পরে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজ ছাত্র অদক্ষ চালক ছিল। তাছাড়া হেলমেটবিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করলেন তিনি।

কেএসটি

আরও পড়ুন