• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৯, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৮, ২০১৯, ০৯:৩৫ পিএম

সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসা সুপারের

সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসা সুপারের

পাবনার চাটমোহরে সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসার সুপার শফিউল আলম মুছার। বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এলাকাবাসী বলছেন, দংশনস্থানে পাথর লাগানোর আগেই মৃত্যু হয় মুছার। বিষমুক্ত করার জন্য ছোটশালিখা মহল্লার মাহাতাব উদ্দিনের কাছে নিয়ে আসা হয় তাকে। এর আগে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়-ফুঁ দেওয়া হয়। কিন্তু তাতে অবস্থার উন্নতি হচ্ছিল না।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত নয়টার দিকে নিজের বাড়ির আঙিনায় মুছাকে কামড় দিয়েছিল সাপ। মাহাতাব উদ্দিন দীর্ঘদিন ধরে সাপে দংশনাক্রান্ত রোগীকে পাথর দিয়ে অলৌকিকভাবে বিষমুক্ত করছেন।

মুছা উপজেলার আডিংগাইল গ্রামের বাসিন্দা আহের আলীর ছেলে। তিনি মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

এনআই

আরও পড়ুন