• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৫:২৭ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা খাতুন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার নাজমুল হকের স্ত্রী।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সামছুজ্জামান সেলিম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা ৩ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নং ওয়ার্ডে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থার অবনতি হলে শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলেও জানান ওই সহকারী পরিচালক।

এনআই

আরও পড়ুন