• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১১:৪৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১১:৪৮ এএম

শতাধিক পাখি হত্যায় ৫০ হাজার টাকা জরিমানা

শতাধিক পাখি হত্যায় ৫০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিষ প্রয়োগে শতাধিক পাখি হত্যার অভিযোগে মানিক মিয়া নামে এক চাতাল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। মানিক মিয়ার বাবার নাম আবুল কাশেম।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভার কুলাঘাট রোডে সুকান দিঘী এলাকায় সিটি রাইস মিলে ধান খাওয়ার অপরাধে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির বেশ কিছু পাখি মেরে ফেলে। শনিবার সকালে এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করে। পরে সদর থানা পুলিশ নমুনা সংগ্রহ করে জেলা পশু হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব ঘটনাস্থলে যান। তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত বসলে চাতাল মালিক মানিক এ অপরাধ স্বীকার করে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এমন অপরাধ পুনরাবৃত্তি না করতে সতর্ক করা হয়। 
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (আরডিসি) সুইচিং মং মারমা এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কেএসটি

আরও পড়ুন