• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০৮:৪৫ পিএম

দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির ফুল ও মিষ্টি উপহার

দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির ফুল ও মিষ্টি উপহার
৫৮ বিজিবির পক্ষে বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল ও মিষ্টি প্রদান করা হয়  -  ছবি : জাগরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খালিশপুর ব্যাটালিয়নের (৫৮) পক্ষ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স অব ইন্ডিয়াকে (বিএসএফ) ফুল ও মিষ্টি উপহার দেয়া হয়েছে।

৫৮ খালিশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কামরুল আহসান ৩টি বিএসএফ ব্যাটালিয়ন ও ২৮টি বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল ও মিষ্টি প্রদান করেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিভিন্ন সময়ে এই মিষ্টি ও ফুল বিতরণ করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান অধিনায়কের পক্ষে এ ব্যবস্থা করেন। তিনি  জানান, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মানুষের সর্ববৃহৎ ও আড়ম্বরপূর্ণ ধর্মীয় উৎসব। বাংলাদেশের সরকার ও জনগণ প্রতিবেশী রাষ্ট্রের সরকার ও জনগণকে ভালোবাসার নিদর্শন হিসেবে এই ফুল ও মিষ্টি পাঠাচ্ছে, যা ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।

এনআই

আরও পড়ুন