• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ১২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০১৯, ১২:৫১ পিএম

কীর্তনখোলায় মাছ ধরতে গিয়ে ৬ জেলে আটক

কীর্তনখোলায় মাছ ধরতে গিয়ে ৬ জেলে আটক

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করায় ছয় জেলেকে আটক করেছে সদর নৌ-থানা পুলিশ। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শাকিল, বেলাল হোসেন, নসিফ, এমদাদুল হক, আনোয়ার হোসেন ও আব্দুল মালেক। সদর নৌ-থানার অফিসার ইন-চার্জ (ওসি) আল মামুন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘মা ইলিশ রাক্ষায় ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরের উপকণ্ঠে সায়েস্তাবাদ এলাকায় কীর্তনখোলা নদীতে মাছ ধরার জন্য জেল ফেলে একদল জেলে।

খাবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

কেএসটি
 

আরও পড়ুন