• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৪:২৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৪:২৫ পিএম

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
দুই পক্ষের সংঘর্ষে আহতদের কয়েকজন চিকিৎসা নিচ্ছেন - ছবি : জাগরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মুছা মিয়া (৩০), আমির আলী (২২), শাহিন মিয়া (২২), এরশাদ মিয়া (২৪) ও লিয়াকত আলীকে (২৮) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামে সাহাজ উদ্দিন ও গাজি রহমানের সাথে পূর্ব বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সাহাজ উদ্দিন ও তার লোকজন লাল মিয়া ডাক্তারের বাড়ির পাশে গাজি রহমানসহ তার লোকজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এত মুছা মিয়া (৩০), আমির আলী (২২), শাহিন মিয়া (২২), এরশাদ মিয়া (২৪), লিয়াকত আলী (২৮), কাশেম (৩৫), গোলাম হুসেন, ওমর আলী, জয়নাল, সুফিয়ানসহ দুই পক্ষের ২০ জন আহত হন। এ ঘটনায় গাজি রহমানের পক্ষে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির উদ্দিন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এনআই

আরও পড়ুন