• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০৭:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০১৯, ০৭:৪৪ পিএম

যশোরে ১০ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে ১০ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
১০টি স্বর্ণের বারসহ আটক ভারতীয় নাগরিক গোপাল সরকার - ছবি : জাগরণ

যশোরে ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকার (৫০) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছেন বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করেন দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনার কালিয়ানী গ্রামের শিবুপদ সরকারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ভারতের নাগরিক গোপাল সরকারকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ কেজি ২০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা। আটককৃতের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান স্বর্ণসহ পাচারকারীকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন