• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০৬:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ০৬:০১ পিএম

মেলান্দহে ইউপি সদস্য গ্রেফতার

মেলান্দহে ইউপি সদস্য গ্রেফতার
ইউপি সদস্য শফিকুল ইসলাম  -  ছবি : জাগরণ

জামালপুরের মেলান্দহে মাতৃত্বকালীন ভাতা দেয়ার নামে উৎকোচ গ্রহণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শফিকুল ইসলাম মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, মাতৃত্বকালীন ভাতা দেয়ার কথা বলে ৭ নং ওয়ার্ডের এক নরসুন্দরের স্ত্রী রোকেয়া বেগমের কাছ থেকে ৭ হাজার টাকা নেন শফিকুল ইসলাম। পরে তাকে কার্ড না দেয়া হলে থানায় লিখিত অভিযোগ করেন রোকেয়া বেগম। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ভাবকি এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করে মেলান্দহ থানার পুলিশ।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

এনআই

আরও পড়ুন