• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০৯:৫২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ০৯:৫২ পিএম

শিবালয়ে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকের জরিমানা

শিবালয়ে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকের জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে অভিভাবককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ আক্টোবর) বেলা ২টায় শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে বাল্যবিবাহ বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ।

জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরিষাবাড়ি গ্রামের ৮ নং ওয়ার্ডের আতাফ আলীর ৯ম শ্রেণি পড়ুয়া রাবেয়া আক্তারের (১৫) বাল্যবিবাহ বন্ধ করেন দেন তিনি। এ সময় অবৈধ নোটারির মাধ্যমে বয়স বাড়ানো এবং বাল্যবিবাহ অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য মেয়ের মা ওজিফা বেগমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া অভিভাবকদের নিকট হতে মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে প্রদান না করার মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেয়া হয়েছ।

শিবালয় উপজেলায় বাল্যবিবাহের সংবাদ পাওয়ামাত্র উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন ইউএনও।

এনআই

আরও পড়ুন