• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৮:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০৮:৫৮ পিএম

সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

ফেনীর সোনাগাজী থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) অপহরণের এক দিন পর উদ্ধার করেছে পুলিশ। ফেনীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বাসা থেকে শনিবার (২৬ অক্টোবর) রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. রিয়াদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের দাবি, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মো. রিয়াদ (৩০), তার বাবা মো. খুরশিদ আলম (৬০), বড় ভাই বেলাল হোসেনসহ (৩৫) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার স্কুলছাত্রী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে রিয়াদ তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা রিয়াদের বাবাকে জানায়। এতে রিয়াদ আরও ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেয়। 
শুক্রবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রিয়াদ তার সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে। শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর লালপুল এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার এসআই মো. ময়নাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার (২৭ অক্টোবর) সকালে ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি পেশ করেছে।

এনআই

আরও পড়ুন