• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৯:২৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০৯:২৫ পিএম

বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
ভেঙে পড়া নির্মাণাধীন ভবন - ছবি : জাগরণ

দিনাজপুর জেলার পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নির্মাণাধীন বিদ্যুতের সাব-স্টেশনের ছাদ ধসে ঘটনাস্থলে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মালিপাড়া গুচ্ছ গ্রামের এরশাদুল হক (৩৫) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায় (৩৭)। এ সময় আহত হন আরো ৭ জন।

পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল্যাহ হতাহতের খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে বিদ্যুতের সাব-স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ঢালাইকৃত ছাদটি ধসে পড়ে। এতে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক নিহত হন। ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ধসে পড়া নির্মাণাধীন সাব-স্টেশনের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এনআই

আরও পড়ুন