• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৮:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০৮:৫৪ পিএম

দুই মেয়ে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত, বখাটের ১৫ দিনের জেল

দুই মেয়ে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত, বখাটের ১৫ দিনের জেল
দুই মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে আটক বখাটে ইনামুল হক রনি  -  ছবি : জাগরণ

পাবনার চাটমোহরে জেএসসির (জুনিয়র স্কুল সার্টিফিকেট) দুই মেয়ে পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে ইনামুল হক রনি নামের এক বখাটেকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের পর বিচারিক হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম এ আদেশ দেন।

সূত্র জানায়, সাক্ষ্য-প্রমাণ শেষে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন বিচারিক হাকিম। এর আগে একই দিন দুপুরে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের গেটসংলগ্ন এলাকা থেকে রনিকে আটক করে পুলিশ। রনি চর সেনগ্রামের বাসিন্দা রমজান আলীর মেয়ে।

জানা গেছে, পরীক্ষার জন্য ভ্যানযোগে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে ভুক্তভোগীরা। পথে তাদের উত্ত্যক্ত করত রনিসহ তার বন্ধুরা। বিষয়টি অভিভাবক ও শিক্ষকদের জানায় মেয়েরা। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা কেন্দ্রের গেট থেকে ফের ওই মেয়েদের পিছু নিয়ে উত্ত্যক্ত করছিল অভিযুক্তরা। এ সময় পুলিশ রনিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এনআই

আরও পড়ুন