• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০২:২৭ পিএম

কোটালীপাড়ায় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কোটালীপাড়ায় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান
বুলবুলে ক্ষতিগ্রস্ত এক নারীর হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হচ্ছে  -  ছবি : জাগরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে নিহত দুটি পরিবার ও একটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টু।

শুক্রবার (১৫ নভেম্বর) কোটালীপাড়া থানা চত্বরে ওসি শেখ লুৎফর রহমান জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলে নিহত উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সেকেল হাওলাদার, কান্দি গ্রামে নিহত সাথী বৈদ্য ও চিতশী গ্রামের ক্ষতিগ্রস্ত বিধবা রাফিজা বেগমের পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় যুবলীগ নেতা সঞ্জয় বিশ্বাস, শিক্ষক অনিকেত পান্ডে ও শুধাংসু গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা সঞ্জয় বিশ্বাস বলেন, আমরা জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ৩টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলাম। আরো কিছু পরিবারকে আর্থিক অনুদান দেয়ার ইচ্ছা রয়েছে।

ওসি শেখ লুৎফর রহমান বলেন, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই। তার মতো ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।

এনআই

আরও পড়ুন