• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৯, ১২:০৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০১৯, ১২:০৪ পিএম

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে ৩ কৃষকের মৃত্যু

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে ৩ কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে তিন কৃষক নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), জাকের হোসাইন (৬৫) ও আবদুল মাবুদ (৬০)।

নিহত মো. আবু তাহের মিস্ত্রি উপজেলার মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে, জাকের হোসাইন চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে ও আবদুল মাবুদ খরনদ্বীপ কুমারপাড়া এলাকার আলী আহমদের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় জমিতে কাজ করছিলেন তিন কৃষক। এ সময় লোকালয়ে আসা বন্যহাতির দল আবাদি জমিতে তাণ্ডব চালায়। এতে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন