• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০৪:২৭ পিএম

‘৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পারায় আমি অনেক খুশি’

‘৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পারায় আমি অনেক খুশি’

মাগুরায় ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুলভ মূল্যে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে।   

পেঁয়াজ কিনতে আসা মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের রিজিয়া খাতুন বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম বেশি। সরকারিভাবে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারায় আমি অনেক খুশি’।

অপর পেঁয়াজ ক্রেতা শহরের কাউন্সিল পাড়ার জাহানারা বেগম বলেন, ‘টিসিবি’র দেয়া ৪৫ টাকা কেজি দরে ১ কেজি পেঁয়াজ কিনেছি। বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় আমাদের মত সাধারণ মানুষদের পক্ষে এতো টাকা দিয়ে কিনে খাওয়া কষ্টকর। যে কারণে সুলভ মূল্যে পেঁয়াজ কিনতে পেরে আমার মত অনেকেই খুশি’।

টিসিবির মাগুরার ডিলার মইনুল হোসেন জানান, টিসিবি থেকে মাগুরায় ৩ হাজার কেজি পেঁয়াজ বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন ১ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হবে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিনসহ অন্যান্যরা। এ সময় শহরের বিভিন্ন এলাকার অগণিত মানুষ পেঁয়াজ কিনতে ভিড় করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর রাজীব চৌধুরী জানান, টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের বরাদ্দকৃত তিন মেট্রিক টন পেঁয়াজ সোমবার থেকে বুধবার পর্যন্ত এ ৩ দিন মাগুরায় বিক্রি করা হবে। 

কেএসটি    

আরও পড়ুন