• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০৮:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০৮:৫৩ পিএম

জানাজা শেষে পার হতে গিয়ে সেতু ভেঙে আহত ১০

জানাজা শেষে পার হতে গিয়ে সেতু ভেঙে আহত ১০
কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র কাঠের সেতুটি ভেঙে পড়ে  -  ছবি : জাগরণ

অবশেষে জরাজীর্ণ কাঠের সেতুটি ভেঙেই গেল। আর এ সেতু ভেঙে আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিলে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

শুক্রবার স্থানীয় পাগলির বিল গ্রামের ছায়াখোলা নিবাসী মরহুম মীর আহমদের জানাজা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। জানাজায় আসা মুসল্লিদের চলাচলে জরাজীর্ণ কাঠের সেতুটি আকস্মিক ভেঙে শতাধিক মুসল্লিসহ খালে পড়ে যায়। এতে ১০ জন আহত হন।

আহতরা হলেন মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২), মো. ইমরান (১৭), মো. হেলাল উদ্দিন (২০), পল্লী চিকিৎসক ডাক্তার শফিউল আলম (৪৫), মোহাম্মদ সোহেল (২২), মোহাম্মদ ইসলাম (৩৫), তাজবীদুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়েরসহ (১০) আরো অনেকে। আহতদের অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও মোহাম্মদ ইসলাম (৩৫) ও তার মাদ্রাসাপড়ুয়া ছেলে মো. জুবায়েরকে (১০) গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হলদিয়া পালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ দুর্ঘটনা ও আহতের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমকে ঘটনা অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, মাস দুয়েক আগে স্থানীয় লোকজন তাদের চলাচলের একমাত্র কাঠের সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ায় তা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেছিলেন বলে জানা যায়। স্থানীয় গণমাধ্যমে এ ব্যাপারে লেখালেখিও হয়।

এনআই

আরও পড়ুন