• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৮:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ০৮:৫৭ পিএম

টাঙ্গাইলে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

টাঙ্গাইলে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
কালিহাতীতে ডাকাতদের তছনছ করা একটি কাপড়ের দোকান  -  ছবি : জাগরণ

টাঙ্গাইলের কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই বাজারের মীম শাড়িঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসে রাতের কোনো এক সময় তালা ভেঙে ডাকাতরা দোকানে প্রবেশ করে। বাজারের পাহাদারদের হাত-পা বেঁধে রাখে মুখোশ পরা ১৫-২০ জনের ডাকাত দল। তারা দোকানগুলোর শাড়ি, থ্রি-পিস, লুঙ্গিসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, ৪টি দোকান থেকে প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। আমরা ডাকাতদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি।

বাজার বণিক সমিতির সভাপতি লাল মিয়া ও সাধারণ সম্পাদক শেখ শাজাহান বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের মালামাল উদ্ধারের দাবি করছি।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এনআই

আরও পড়ুন