• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ০৫:১১ পিএম

সিরাজদিখানে ৩টি ইটভাটা উচ্ছেদসহ জরিমানা  

সিরাজদিখানে ৩টি ইটভাটা উচ্ছেদসহ জরিমানা  

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে তিনটি ইটাভাটা উচ্ছেদ ও ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বালুরচরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা শুরু করে। এছাড়া আরো দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। 

উচ্ছেদকৃত তিনটি ইটভাটা হলো- মেসার্স মামা ভাগিনা ব্রিকস, মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স আকাশ ব্রিকস। ভ্রাম্যমাণ আদালত মোল্লা ব্রিকসকে ৮ লাখ টাকা ও আকাশ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।  

পরিবেশ অধিদফতর থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান, এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভেকু দিয়ে মেসার্স মামা ভাগিনাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি দুইটি ইট ভাটায় পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করে দেওয়া হয়েছে। আরো দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান।

কেএসটি

আরও পড়ুন