• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯, ০৭:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৯, ২০১৯, ০৭:১৫ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খালেদা জিয়ার চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

অ্যামনেস্টি বলছে, ‘‘২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী ৭৪ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। আগে থেকেই অসুস্থ খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে সরকার তাকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে সচেষ্ট নয়।’’

জাতিসংঘের নিয়মানুযায়ী (নেলসন ম্যান্ডেলা বিধি) খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাদণ্ড ভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এসএমএম

আরও পড়ুন