• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০৭:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০১৯, ০৭:৫৩ পিএম

গাইবান্ধায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

গাইবান্ধায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
অটোরিকশার চালকদের খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা - ছবি : জাগরণ

গাইবান্ধার সর্বত্র প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও গত কয়েক দিনের মৃদু শৈত্যপ্রবাহে শীত বাড়ছে।

শনিবার (২১ ডিসেম্বর) দিনের অর্ধেক সময়জুড়ে কোথাও সূর্যের দেখা মেলেনি। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ জড়সড় হয়ে পড়েন।

এদিকে শহরের ফুটপাতসহ বিভিন্ন মার্কেটে শীতবস্ত্র বিক্রির হিড়িক পড়েছে। তবে শীতকে পুঁজি করে ব্যবসায়ীরা পোশাকের দামও বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। তাই অনেক শীতার্ত মানুষকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এছাড়া শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চারদিকে শীতজনিত রোগবালাই ছড়িয়ে পড়েছে। শিশু ও বৃদ্ধরা এই রোগবালাইয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষ ঘরমুখো হয়ে গেছে। যার ফলে রিকশা, অটোরিকশা, মাইক্রোবাস, ম্যাজিক ড্রাইভাররা অনেকটা অলস সময় পার করছেন। তাদের প্রতিদিন যে আয় হতো এখন তার অর্ধেকও হয় না।

শীতের কারণে মানুষের নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি, আমাশয় রোগ হচ্ছে। এসব রোগে মহিলা, শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন।

এনআই

আরও পড়ুন