• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯, ০৮:৫৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০১৯, ০৮:৫৯ এএম

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে আগুন জ্বালিয়ে ঘর গরম করতে গিয়ে ওই আগুনে পুড়ে রজিমা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজার এলাকায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। রজিমা ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক।

আগুনে পরিবারের নগদ টাকাসহ ৩টি ঘর পুড়ে গেছে ও লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

পীরগঞ্জ দমকলবাহিনী জানায়, রজিমা বেওয়া নামের এক বৃদ্ধা শীত নিবারনের জন্য বিছানার নিচে মাটির পাত্রে আগুন রেখে শুয়ে ছিলেন। অসাবধানতা বশত ওই আগুন মশারিতে লেগে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ৯টায়  পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম  ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও শীতবস্ত্র ও শুকনা খাবার দেয়া হয়।

টিএফ

আরও পড়ুন