• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৭:২৩ পিএম

খুলনায় ব্যবসায়ী হত্যার ঘটনায় ৬ জনের যাবজ্জীবন

খুলনায় ব্যবসায়ী হত্যার ঘটনায় ৬ জনের যাবজ্জীবন

খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রিপন রায় (১৯) নামের এক সিডি (কমপ্যাক্ট ডিস্ক) ব্যবসায়ী হত্যার ঘটনায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক  মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

নিহত রিপন রায় বটিয়াঘাটা উপজেলার গড়িয়ারডাঙ্গা গ্রামের রাম প্রসাদ রায়ের ছেলে। তিনি স্থানীয় বৃত্তি খলশী বুনিয়া বাজারে সিডি দোকানের ব্যবসা করতেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বটিয়াঘাটা উপজেলার বৃত্তি শলুয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মনিরুজ্জামান ঘরামী, পারসেমারী গ্রামের মজিদ সরদারের ছেলে হুমায়ুন সরদার, গাওঘরা গ্রামের আমজাদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নূর শেখের ছেলে এনামুল শেখ, খালেক শেখের ছেলে কাদের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ। এ সময়ে সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১ এপ্রিল রাতে বটিয়াঘাটা উপজেলার গড়িয়ারডাঙ্গার রামপ্রসাদ রায়ের ছেলে রিপন বৃত্তি খলশী বুনিয়া বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান (সিডির দোকান) থেকে বাড়ি যাচ্ছিলেন। আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশ ফেলে রেখে যায়। বৃত্তি খলশী বুনিয়া গ্রামের রাস্তার পাশে পরদিন সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বটিয়াঘাটা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যার ঘটনায় নিহত রিপনের বাবা রামপ্রসাদ রায় বাদী হয়ে ২ এপ্রিল বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২০ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই খান মাহবুবুর রহমান ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন। আদালতের পেশকার মো. ছায়েদুল হক শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন