• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০২০, ০৯:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০২০, ০৯:০১ পিএম

বগুড়ায় বজ্রপাতে ৪ কৃষকের প্রাণহানি

বগুড়ায় বজ্রপাতে ৪ কৃষকের প্রাণহানি
প্রতীকী ছবি

বগুড়ায় বজ্রপাতে চার উপজেলায় ৪ জন কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সময় কাহালু, শাজাহানপুর, ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় এই চার জন প্রাণ হারান।

দুপুরের পর থেকেই বগুড়ায় থেমে থেমে বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা গেছে।

স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলার এরুইল বাজারের পাশে কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ৩ জন আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মোকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছে।

প্রায় কাছাকাছি সময়ে শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী এলাকায় মাঠে কাজ করার সময় নূরুল ইসলাম নামের একজন কৃষক বজ্রপাতে প্রাণ হারান এবং বিকেলে সারিয়াকান্দি উপজেলার কুড়ির চর এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন লেবু মণ্ডল নামের একজন কৃষক।

ধুনট উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরুর ঘাস কেটে নিয়ে বাড়ি ফেরার পথে সালাম সরকার নামে আরেকজন কৃষক প্রাণ হারিয়েছেন।

এসএমএম

আরও পড়ুন