• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২০, ০৭:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২০, ০৭:০২ পিএম

বান্দরবানের ৫ উপজেলা ও দুই পৌরসভাকে ‘রেড জোন’ ঘোষণা

বান্দরবানের ৫ উপজেলা ও দুই পৌরসভাকে ‘রেড জোন’ ঘোষণা
প্রতীকী ছবি

বান্দরবান জেলার সদর উপজেলা ও পৌরসভা এবং রুমা উপজেলাকে রেডজোন ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ৬ জুন বান্দরবানের লামা উপজেলা ও পৌরসভা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১০জুন) দুপুর ১২টার পর থেকে লকডাউন কার্যকর করতে নানা কার্যক্রম শুরু করে
স্থানীয় প্রশাসন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় গত সোমবার ১৪ জন ও মঙ্গলবার ১০ জন নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান জেলায় মোট ৭১ জন করোনা আক্রান্ত হয়। এরপরই বান্দরবানের পাঁচ উপজেলা ও দুই পৌরসভাকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।

বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রেড জোন ঘোষিত এলাকায় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা/ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, জরুরি ওষুধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রেড জোন ঘোষিত এলাকাগুলোতে হাট-বাজার, দোকানপাট ও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। লোকজন চলাচল থাকলেও খুবই সীমিত। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হতে তেমন দেখা যায়নি।

এসএমএম

আরও পড়ুন