• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২০, ০২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২০, ০২:১৩ পিএম

রাজাবাজারে ১৪-২১ দিন লকডাউন কার্যকর থাকবে

রাজাবাজারে ১৪-২১ দিন লকডাউন কার্যকর থাকবে

মঙ্গলবার (৯ জুন) মধ্যরাত রাত থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে রাজধানীর নির্দিষ্ট একটি এলাকা। 

শুরুতে রেড জোনের আওতাভুক্ত রাজাবাজার লকডাউন করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির অনলাইন সভায় এ ব্যপারে সিদ্ধান্ত হয়।

তেঁজগাও থানার ডিসি জানান, রাজাবাজারের আটটি প্রবেশ পথের সাতটিই বন্ধ থাকবে এবং এই কর্মসূচি ১৪ থেকে ২১ দিন পর্যন্ত বহাল থাকবে।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হল— 

লকডাউন চলাকালীন রাজাবাজারের গ্রিনরোড আইবিএ হোস্টেলের পাশে থাকা গেটটি খোলা থাকবে। এলাকায় কোনও যানবাহন চলতে পারবে না। জরুরি প্রয়োজন ছাড়া ভেতরের লোক যেমন বাইরে যেতে পারবে না, তেমনি বাইরের লোকও ঢুকতে পারবে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হবে অনলাইনের মাধ্যমে।

যারা তা পারবেন না তাদের জন্য সীমিত পরিসরে ভ্যানের মাধ্যমে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হবে। অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা ওই এলাকায় সেবা দেবেন। স্থানীয় নাজনীন স্কুল অ্যান্ড কলেজে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন