• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০, ১২:৪৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০২০, ১২:৪৩ এএম

মানি লন্ডারিং মামলায় সাহেদ-মাসুদ ৮ দিনের রিমান্ড

মানি লন্ডারিং মামলায় সাহেদ-মাসুদ ৮ দিনের রিমান্ড
মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজ (ডানে)

মানি লন্ডারিং মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও তার প্রধান সহযোগী মাসুদ পারভেজের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ আগস্ট উত্তরা পশ্চিম থানায় এই মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এজাহারে বলা হয়, সাহেদ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতারণা করে ৭ কোটি ৯০ লাখ টাকা হাতিয়ে নেন।

করোনাভাইরাস (কোভিড-১৯) ভুয়া পরীক্ষা এবং জাল সনদ দিয়ে মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা আয় করেন। সাহেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রমাণ মিলেছে তার প্রধান সহযোগী মাসুদ পারভেজের বিরুদ্ধে। সিআইডির শাহেদের সম্পদের উৎস খুঁজতে যেয়ে তার বিভিন্ন প্রতারণা ও জালিয়াতির প্রমান পায়।

অবৈধভাবে আয় করা সম্পদের লেনদেনের সুবিধার্থে শাহেদ রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কেসিএস লিমিটেড ও অন্যান্য অস্তিত্ববিহীন ১২টি প্রতিষ্ঠানের নামে ৪৩টি ব্যাংক হিসাব পরিচালনা করে। ওই ব্যাংক হিসাবসমূহ খোলার সময় সাহেদ এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা স্বত্বাধিকারী হিসেবে পরিচয় দিয়েছেন।

কেএপি

আরও পড়ুন