• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২১, ০৩:০৮ পিএম

করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন

করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের ১০০  বলের টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। দলটির ম্যানেজমেন্টের অপর এক সদস্যও করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে শেন ওয়ার্নকে আইসোলেশনে রাখা হয়েছে।

লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডন স্পিরিট দলের হেড কোচ শেন ওয়ার্ন সাদার্ন ব্রেভের সঙ্গে ম্যাচে অনুপস্থিত থাকবেন। অসুস্থ বোধ করায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি।

এর আগে গত রোববার সকালে শরীরে উপসর্গ দেখা দিলে ফ্লো পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন তিনি পিসিআর পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায় আছেন। তার অনুপস্থিতিতে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ডেভিড রিপলে।

এদিকে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এর আগে আক্রান্ত হয়েছেন ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ১০ দিনের মধ্যে দুইজন হেড কোচের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।